গত ২৯ শে মার্চ ২০২৩ সকাল ৯ টার সময় অফিসের কাজের উদ্দেশ্যে গাজীপুর বোর্ডবাজার থেকে তার কর্মস্থলের উদ্দেশ্যে বের হয় শান্তুনু নামের যুবক পিতা: শওকত আলী খান গ্রাম উয়ার্শী মির্জাপুর টাংগাইল।
তার পরনে ছিল গেঞ্জি এবং কাধে ব্যাগ ছিলো। তিনি ক্রীড নামের একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে চাকরি করেন গাজীপুর বোর্ডবাজার শাখায়। অফিসের কালেকশন শেষে তার স্ত্রীর সাথে সর্বশেষ যোগাযোগ হয় ১২:৪৫ মিনিটে তিনি তার স্ত্রীকে কিছু টাকা পাঠায় এবং সে তার স্ত্রীর থেকে তার নিজের জাতীয় পরিচয় পত্রের নাম্বার চায় তার স্ত্রী জানতে চাইলে বলেন একজন কে টাকা তুলে দিতে লাগবে বলে জানায়।
সে সারাদিন আর অফিসে যায়নি এবং অফিস শেষ করে বাসায় ফেরার কথা থাকলেও বাসায় ফিরেনি শান্তুনু। তার সাথে যোগাযোগ করতে ব্যার্থ হয় সবাই। মোবাইল ফোন দীর্ঘ সময় বন্ধ থাকায় সবাই চিন্তায় পরে যায় এবং দ্রুত সব আত্মীয় স্বজনদের মধ্যে খোজাখুজি শুরু হয় কিন্তু কোথাও তাকে খুজে পাওয়া যায়নি। গাজীপুর এবং ঢাকাস্থ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে জানান শান্তুনুর স্ত্রী। এখন পর্যন্ত সে নিখোঁজ আছে বলে জানা যায় যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ পূর্বক এই নাম্বারে যোগাযোগ করবেন।
01762032395
01927474608
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট