পদ্মা সেতু রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
রোববার বিকেলে সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর শান্তিনগর এলাকা থেকে স্ক্রু খোলা ওই যুবককে আটক করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে শনিবার পদ্মা সেতু খুলে দেয়ার পর থেকে বিপুলসংখ্যক মানুষ সেতুতে ওঠে ছবি তুলতে থাকে। রোববার সকাল থেকে যানচলাচল শুরু হলে সাধারণ মানুষও সেতুতে ওঠে পড়ে। অনেকে ছবি তোলে, ভিডিও করে। এ সময় বায়েজিদ তালহা নামের টিকটকার সেতুর নাট বল্টু খোলার ৩৪ সেকেন্ডের একটি ভিডিও করে।
এরপর ভিডিওতে সে বলে, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ। এই হলো পদ্মা সেতু আমাদের…পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’
রবিবার সকাল থেকেই স্যোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তাকে গ্রেফতারের দাবি জানান।
এরপর রোববার বিকেলে সিআইডি তাকে গ্রেফতার করে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট