প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করে স্বপ্নযাত্রার সূচনা করেন। রোববার সকাল থেকে সর্বসাধারণের জন্য স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার উন্মুক্ত করা হয়। প্রথম দিন পদ্মা সেতু পাড়ি দিয়ে উৎফুল্ল সবাই, তারা অনুভূতি ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন, তাঁর জন্য দোয়াও করেছেন।
এমনই একজন মাইক্রেবাসের যাত্রী সোয়েবুল ইসলাম। তিনি বললেন, “মাত্র চার ঘন্টায় ঢাকা থেকে ঝালকাঠি পৌঁছাবো এটাতো কল্পনাতীত, এত অল্প সময়ে সেতু পাড়ি দিয়ে ঝালকাঠি আসতে পারবো তা স্বপ্নেও ভাবিনি।”
মাইক্রোবাসের চালক মো: মাসুম বলেন, ‘আগে যখন আমরা গাড়ী নিয়ে ঝালকাঠি আসতাম তখন ফেরীঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম সময় নষ্ট হতো। পদ্মা সেতু পাড়ি দিয়ে অনেক আনন্দ পেয়েছি। স্বপ্নের এই সেতুর কারণে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ অনেক উপকৃত হয়েছি। মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।’
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট