সাদুল্লাপুরে পলাতক আসামি গ্রেফতা
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিজু মণ্ডল (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ৫ বছর ধরে পলাতক ছিলেন এই আসামি।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। এর আগে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রাম থেকে আসামি রিজু মণ্ডলকে গ্রেফতার করা হয়।
সে ওই গ্রামের ইন্তাজ আলী মণ্ডলের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর সহকারী উপ-পুলিশ পরিদর্শ (এএসআই) আমিরুল ইসলাম বলেন, মাদক মামলায় আসামি রিজু মণ্ডলকে ১০ বছরের সাজা দেন বিজ্ঞ আদালত। এরপর আত্নসমার্পণ না করে প্রায় ৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালীদহ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে গাইবান্ধা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশের এই সদস্য।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট