যশোরের বেনাপোলে বিদেশি ভিসা লাগানো অবস্থায় পাঁচটি বাংলাদেশী পাসপোর্ট সহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার ২৭ জুন সন্ধায় বেনাপোল পেছেন্জার টার্মিনালের সমনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে অনেক গুলো কসমেটিক্স ও থ্রিপিচ পাওয়া যায়। ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল সায়েদ মিনহাজ সিদ্দিকী বলেন, বেনাপোল পেছেন্জার টার্মিনালের সামনে রাস্তায় একজন কে দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে তাকে তল্লাশি করে তারে কাছে থাকা দুটি ব্যাগ থেকে পাঁচটি বাংলাদেশী পাসপোর্ট, ১৬২ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স ও ভারতীয় আরো অন্যন্য মালামাল পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিকের নাম ইউসুফ আলী শেখ (২৭)। পিতা আমিন শেখ, গ্রাম বাষান পাতা, থানা বনগাঁও, জেলা উত্তর – ২৪ পরগোনা।আটককৃত আসামিকে পাঁচটি বাংলাদেশী পাসপোর্ট ভারতীয় মালামাল সহ বেনাপোল পোট থানায় হস্তান্তর করা হয়েছে।