মানসম্মত সেবা ( ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে না পারায় দেশের শীর্ষস্থানীয় গ্রামিন সিম বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসি) বুধবার ২৯ জুন বিষয়টি অনুমোদনের পরে বিটিআরসি এক নির্দেশনা গ্রামিন ফোন অফিসে পাঠিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন সিম বিক্রি করতে পারবেনা গ্রামিন ফোন। গ্রাহকের মানসম্মত সেবা দিতে পারলে নতুন সিম বিক্রি করতে পারবে। ডাক ও টেলিযোগাযোগ মুনত্রী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চেষ্টা করেও গ্রামিন ফোনের সেবার মান ভাল কোন উদ্যোগ নিতে দেখিনি।তারা গ্রাহক বাড়াবে সেবার মান বাড়াবেনা এটা হতে দেয়া যাবেনা। যতোদিন না তাদের সেবার মান ভালো না হবে সন্তষ জনক না হবে ততোদিন গ্রামিন সিম বিক্রি নিষিদ্ধ থাকবে।বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী গ্রামিন ফোনের বর্তমান গ্রাহক সংখ্যা চলতি বছরের মে মাস পর্যন্ত ( আট কোটি ৪৯ লাখ ৫০ হাজহার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট