বরিশালে এক আলোড়ন সৃষ্টি করেছে সাড়ে তিন বছরের একটি গাভী গরু।বাচ্চা জন্মদেওয়া ছাড়াই প্রতিদিন ৬ লিটার করে দুধ দিয়ে এক আলোড়ন সৃষ্টি করেছে। খবরটি ছড়িয়ে পড়লে বিষ্ময়কর এই গরুটি দেখতে প্রতিনিয়ত ভিড় করছে হাজার হাজার মানুষ। যতো দিন যাচ্ছে ততো দুধ বাড়ছে। যা অন্যগরুর বাছুর সহ মালিকেরাও খেয়ে বাচ্ছে।গরুটির মালিকের বাড়ি বরিশালের কেদারপুর ইউনিয়নের পূর্ব ভুতেরদিয়া গ্রামে। মালিকের নাম সিরাজুল ইসলাম তিনি জানান সখের বসেই আমি গরু পালন করি। চিকিৎসকের পরামর্শ নিয়েইরআমি গরু লালন পালন করে থাকি। এই গরুটির মাকে বিক্রি করে দিয়ে একে রেখে ছিলাম। মাঝে বিক্রি করার ইচ্ছা হলেও বিক্রি করিনি।গরুটি প্রায ৭ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতা এই অস্ট্রেলিয়ান কালো জাতের গরুটির বয়স ৩ বছর ৬ মাস।২ মাস আগে দেখতে পাই গাভীর ওলানে অর্থাৎ গাভীটির স্তনে দুধ আসছে।এবং গুয়াল ঘরে দুধ পড়ে আছে। তখন বাচ্চা দেওয়া কোন গাভী গুয়াল ঘরে ছিলোনা।তাই প্রানি চিকিৎসকের কাছে পরামর্শ নিতে যায়।এই গরুটি কখনো বাচ্চা প্রসাব করেনি আর এখনো বাচ্চা পেটে নেই। চিকিৎসকের মাধ্যমেও প্রজনন করতে পারিনি।কিন্তু তার পরেও প্রতিদিন ৬ লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। আসা করি আর কিছু দিনের মধ্যে ৭ লিটার করে দুধ দিবে বলে মনে হচ্ছে। গরুর দুধের স্বাদ বাচ্চা দেওয়া গাভীর দুধের মতোই। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই গরুর দুধ সংগ্রহ ও সেবন করে যাচ্ছি। প্রানি চিকিৎসা ও গবেষণায় দেখা যায় এটা অসাভাবিক কিছু না। মলত হর্মোনাল পরিবর্তনের ফলে গরু বাচ্চা দেওয়া ছাড়াই দুধ দিতে পাতে। আর এ দুধ সেবন করা কোন ক্ষতি হবেনা। বাবুগঞ্জ ও বরিশাল জেলার প্রাণী সম্পদ ডাঃ মোঃ আবু সালেহ, মোঃ ইফতিয়াক,ও ডাঃ মোঃ নুরুল আলম বলেন, গরু হরমোনের পরিবর্তনের ফলে গরু বাচ্চা দিতে পারে। তবে এর দুধে কোন ক্ষতি নেই পুষ্টিকর ও সুসাদু।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট