পদ্মাসেতু, মহাসড়কে ও আন্তজেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে বাইকারদের উদ্যেগে মানববন্ধন করা হয়। সর্বস্তরের বাইকার ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক বাইকার অংশগ্রহণ করে।এসময় বক্তরা বলেন,নিষেধাজ্ঞা কখনোই সমাধান হতে পারে না। মহাসড়কে দূর্ঘটনা কমাতে সরকারকে কঠোর আইন বাস্তবায়ন,বাস-ট্রাক এর ফিটনেস চেক ও ড্রাইভারদের সচেতনতা করতে হবে। সেই সাথে বিআরটিকে দূরনীতি মুক্ত করতে হবে।তারা আরো বলেন, বাইকারদের প্রতি এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হবে বলে
জানান।মানববন্ধনে উপস্তিত ছিলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন ইয়ামন, রুহুল আমিন ফায়ার রাইডারস সুজন শেখ সহ প্রমুখ। তারা আরো বলেন আমাদেরকে বাইক চালাতে দিতে হবে। আমাদের প্রয়োজন আছে আত্মীয় স্বজনরা থাকেন দুরে ঢাকায় যদি আমাদের বাইক বন্ধ থাকে তবে হাজার হাজার মানুষ বিপদে পড়বে। তাই জনগনকে বাচাতে বাইকের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের নিকট অনুরোধ করেছেন বাইকাররা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট