চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় বাবার বিরুদ্ধে মেয়ের ধর্ষণের অভিযোগ করেছে। মঙ্গলবার দিনগত গভির রাতে মেয়ে থানায় এসে এ মামলাটি করেন। মেয়ের করা মামলায় তার তার পিতা মসিয়ার রহমান (৪৬) পিতাকে পুলিশ গ্রেফতার করেছে। মসিয়ার রহমান এর বাড়ি যশোরের চৌগাছা উপজেলার। স্বরুপদাহ ইউনিয়ন। মেয়ে মামলায় উল্লেখ করেন যে, মসিয়ার রহমান আমার জন্মদাতা বাবা। কিন্তু তার চরিত্র খুবই খারাব।এবং তিনি একজন মাদক ব্যবসায়িক। তিনি প্রায় আমাকে সহ আমার পরিবারের লোকজনকে নির্যাতন করেন।আমি সাবালিকা হওয়ার পর থেকে আমাকে খারাব কথা বার্তা বলতো ও আমার সাথে খারকব অঙ্গভঙ্গি করতো। প্রতিবাদ করলে বিভিন্ন সময় মারধর গালিগালাজ ও ভয়ভিতি দেখাতো। বাবা আমার সম্মতি ছাড়াই প্রথমে আমাকে এক মাদক ব্যবসায়িক এর সাথে বিবাহ দেয়।পরে সেখান থেকে আমাকে ছাড়িয়ে এনে অন্য আরেক জায়গায় বিয়ে দেয়।প্রায পাঁচ বছর আগে বাবা আমাকে বিভিন্ন সময় যৌন নিপিড়ন করেন বাড়িতে একা থাকলেই।আমি ভয়ে কাউকে কোন কিছু বলিনি। এবং ঠেকানোর চেষ্টা করে কোন ফল পাইনি। ঐ মেয়ে আরো বলেন যে এক পর্যায়ে আমি ও আমার ছোট বোন(১৬)বাড়ি থেকে চলে যেয়ে ঢাকায় একটা পোশাক কারখানাতে চাকরি করি।গত ২৬ জুন আমি ঢাকা থেকে বাড়িতে আসি। এবং ২৮ জুন বিকালে ৪ টার দিকে বাবা আমার শয়নকক্ষে ঢুকে আমাকে আবাও জোর করে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে বল্লে আমাকে মেরে ফেলার হুমকি দেন।মঙ্গলবার গভীর রাতে মেয়ে তার বাবার বিরুদ্ধে থানায় এসে মামলা করেন।পরে তার বাবাকে ঘটনার সত্যতা পাওয়ায়। মামলাটি নথিভুক্ত করেন।মেয়ের মা থানায় এসে বলেন এ বিষয়টি আমি আগে কখনো জানতামনা। এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে প্রাথমিক ভাবে তার বাবা শিকার করেছে। বুধবার ৬ জুলাই আদলতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।এ ঘটনার তদন্ত করে সঠিক বিচার চেয়েছেন তার মেয়ে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট