সাব্বির হোসেন রনি।
নিজস্ব প্রতিবেদন:
নাসরিন ৭০০+ ছবি করছে এর আগে কখনো কিচ্ছার কাজ করেনি
চিত্র নায়িকা নাসরিন ৭০০+ সিনেমার বেশি অভিনয় করেছেন,কিন্তু গ্রামিন কিচ্ছার কাজ কখনো ই করেনি,জি এস মিন্টু পরিচালিত, SD Bulet নামে একটি ইউটিউব চ্যানেলে চিত্র নায়িকা নাসরিন দেবর আমার জানের জান একটি গ্রামিন কিচ্ছাতে কাজ করেন। এই প্রথম বারের মতো গ্রামিন কিচ্ছার কাজ করে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন, দর্শকের অনেক সারা পেয়েছেন,এই চিত্র নায়িকা। নাসরিন বলেছেন কিচ্ছার কাজে যদি মানুষ সারা দেয় ভালোমানের কাজ হলে ভালোমানের গল্প হলে সে নিয়মিত কিচ্ছাতে কাজ করবেন।,এই কিচ্ছাতে অভিনয় করেছেন,নাসরিন এর স্বামী সাজু সারাদিন কোট পরে ঘুড়ে বেড়ায়,কামে কাজে মন বসে না তার,নাসরিন কে মারধর করে। তার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য,আর নাসরিন এর দেবর সুজন মাথার ঘাম পায়ে পেলে রোজগার করে সংসার চালায়,কিছুদিন পরে এলাকার মাধবর সাহেব আর তার চামছা সাজু কে কান পড়া দেয়,তোমার ছোট ভাই সুজন তোমার বউয়ে সাথে পরকিয়া করে তখন সাজু তাদের কে বলে আমি বিশ্বাস করি না,তাদের দেবর ভাবির ভালোবাসা মা ছেলের ভালোবাসর মতো পবিত্র,তখন সাজু মনে মনে ভাবে সুজন কে বিয়ে দিতে হবে,কাজে কামে মন দিতে হবে ছোট ভাই সুজনের কামাই খেতে ভালো লাগে না। কিছুদিন পর মাধবর সাহেব সাজুকে পরামর্শ দেয় তার বউকে তালাক দিতে,না হয় তার বাবা বাড়ি থেকে টাকা আনতে,তারপর সাজু তার বউকে টাকার জন্য মারধর করে,এমন সময় সুজন বলে টাকা আমি দিবো, ভাবি তুমি কোন চিন্তা করবে না,সুজনের প্রেমিকা পায়েল সুজন কে দুই লক্ষ টাকা দিতে চায়,কিন্তু সুজন বলে আমি নিজের চেষ্টায় টাকা মেনেজ করতে চাই,কিছুদিন পর সুজন টাকা মেনেজ করার জন্য পথে একজনকে মারধর করে,ছুরি মেরে তার গলা থেকে গহনা নিয়ে যায়,সে ছিলো সুজনের ভাবি,কিন্তু মুখ না দেখার কারনে সুজন চিনতে পারেনি তাকে,পুরো কিচ্ছাটি দেখলে আসল কাহিনী বুঝতে পারবেন।।
কিচ্ছা: দেবর আমার জানের জান,
———————————————————————– পরিচালক: জি এস মিন্টু,
পরিচালনা: জি এস মিন্টু
প্রযোজক : এস ডি বুলেট,
পরিবেশনায়: SD Bulet
অভিনয়ে : চিত্র নায়িকা নাসরিন,জি এস মিন্টু,আরিয়ান রিপন,পায়েল,রাজ্জাক,মোতালেব,শান্ত।
প্রযোজনায়: মোঃ জাকির হোসেন বুলেট।
মেকাফ : এফ ডি সি আকাশ,
কন্ঠ শিল্পী : রানা বাপ্পি,
মিউজিক : কে এফ সি শান্ত,
গীত রচনায়: রুবেল মিয়া,
ক্যামেরায়: রিয়াদ
ভিডিও এডিটিং : মোঃ রাব্বানী,
খাবার:ব্যাবস্থাপোনা পরিচালক,
লোকেশন: গাজীপুর।
শুটিং হাউস: মিল্ক ভিলা,
ভিডিওটা দেখতে https://youtu.be/ktvrKKel8qc এই লিংকে ক্লিক করুন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট