যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আযহা’র জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ ত্রিপল ছাউনি, লাইট ও ফ্যান দিয়ে নামাজের জন্য প্রস্তুত করে যশোর পৌরসভা। ঈদের জামাতে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসাল্লিগণ অংশ গ্রহণ করেন।এদিকে সংকট নিরসন এবং দেশ-জাতির মঙ্গল কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।একইসঙ্গে বাংলাদেশের সব সমস্যা-সংকট নিরসন, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের হেফাজত, আক্রান্ত মানুষের সুস্থতা কামনা এবং মারা যাওয়া মানুষদের জন্য দোয়া করা হয়।রোববার (১০ জুলাই) সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এসময় মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।ঈদ জামাত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়েছে। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করা হয়। এবং জননেেত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয় ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট