মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় একটি ঈদগাহ মাঠে মসজিদের টাকা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ১০ জন। আটক করা হয়েছে ৬ জনকে।রোববার (১০ জুলাই) সকালে উপজেলার নোহাটা ইউনিয়নের জয়রামপুর গ্রামের খানপাড়া ঈদগাহ মাঠে ঘটনাটি ঘটে।সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- নাসির খান (২০), পারভেজ খান (২৬), রুবেল খান (২৬) আরিফ খান (১৫), ওবায়দুর রহমান লালু খান (৫০), সভা আলী (২৫), রুনা ও হাবিবুর রহামানসহ আরও দুজন। দুই পক্ষের এ আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়রাপুর ঈদগাহ মাঠে নামাজ শেষে জয়রাপুর মসজিদ উন্নয়নের জন্য টাকা উত্তোলন করা হচ্ছিল। এ সময় টাকা উত্তোলনকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার ফরহাদ হোসেন, ইমদাদ মোল্ল্যা, ফজর আলীর সঙ্গে নাসির খানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি ও পরে সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় পরবর্তীতে ৬ জনকে আটক করা হয়।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ ব্যাপারে বলেন, সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সামনে থেকে যেন আর এরকম কোনসংঘর্ষ না হয় সে ব্যবস্থা নেওয়া হবে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট