ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মোড়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে আইনদ্দিন মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আইনুদ্দিন মোল্যা কৃষক ছিলেন। তবে বর্তমানে তিনি ফরিদপুর শহরে তার ছেলের সাথে থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে। স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে তার।এদের মধ্যে জয় (২৪) ও বিজয় (২১) নামে তার দুই ছেলে পূর্ব খাবাসপুর মোড়ের পাশে একটি হোটেলের দোকান করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলেরা জানান, দুপুর ১২টার দিকে নিহতের ছেলে বিজয় হোটেল থেকে বের হওয়ার সময় একই এলাকার মিন্টু তালুকদারের ছেলে তাসকিনের পায়ে পাড়া লাগে। এনিয়ে তাদের মাঝে কথা-কাটাকাটি ও সামান্য হাতাহাতি হয়।এরপর তাসিকন সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণের মধ্যে আবার সেখানে ফিরে আসেন। এসময় আইনুদ্দিন মোল্যা তাসকিনকে সামান্য ভুল বুঝাবুঝির এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে তার মাথায় হাত বুলাতে যান। এসময় আকস্মিকভাবে তাসকিন তার হাতে থাকা ছোট একটি টিপ চাকু দিয়ে আইনুদ্দিন মোল্যার বুকে আঘাত করে।চাকুটি তার বুকে বিঁধে রক্তক্ষরণ হতে থাকে। এসময় তাসকিন ও বিজয় দুজনে মিলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরপর নিহতের স্বজনেরা হাসপাতাল থেকে মাইক্রোবাসযোগে তার লাশ নিয়ে এসে দুপুর ২টার দিকে তারা গ্রামের বাড়ি বোয়ালমারী রওনা হয়।ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃদ্ধ লোকটি স্ট্রোক করে মারা গেছেন বলে তিনি জেনেছেন। ছুরিকাঘাতে ওই বৃদ্ধের মৃত্যুর ব্যাপারে তিনি হয়তো স্ট্রোক শব্দ শুনতে ভুল করে স্টেপ শুনছেন। তিনি সেখানে লোক পাঠিয়েছেন প্রকৃত ঘটনা জানতে। যদি
খুন করা হয় তবে অপরাধীকে আমরা সাস্তি দিবো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট