যশোরে ঈদের দ্বিতীয় দিন রবিবার ১১/৭/২২ যশোর সদরের ৬নং কাশিমপুর ইউনিয়নের, নুরপুর ও ডাকাতিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ঈদ আনন্দ উৎসব ও ইসলামি সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি মোঃ ইমাদুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব কাঠালতলা জামে মসজিদ সদর যশোর। অনুষ্ঠানে সভাপতি বলেন, যে আমাদের ছেলে মেয়েরা যে অনুষ্ঠান করে তাতে গুনা ও নোংরামি থাকে। কিন্তু আজ এখানে যে অনুষ্ঠানটি করা হয়েছে কোরানের অনুষ্ঠান। আমরা চায় এরকম অনুষ্ঠান প্রতিবছর হোক।এলাকার যুবকদের তিনি ধন্যবাদ জানিয়ে আরো বলেন তোমরা এগিয়ে যাও। তারপর তিনিও একটি ইসলামি সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে যা যা ছিল, ১- কোরআন প্রতিযোগিতা। ২- হামদ ও নাথ প্রতিযোগিতা ক গ্রুপ খ গ্রুপ ও গ্রুপ। এছাড়া অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন, ঢাকা থেকে আগত সংগীত শিল্পি আলামিন হোসেন সাইফি।তা ছাড়া স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যাদের মধ্যে রয়েছেন, মনোয়ার হোসেন, সোহাগ হোসেন, জাকারিয়া আল জামি, ইয়াসিন আরাফাত।মোঃ আবু দারদা, হাফেজ নিয়ামুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব, মাওলানা মুফতি আজাদ সাহেব, মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব।অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মনোয়ার হোসেন পরিচালক ইকরা একাডেমি সদর যশোর।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট