ব্রাক্ষনবাড়ীয়া জেলা প্রতিনিধি এম বাদল খন্দকার।।
খেলাধুলা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি শান্তির মিছিলের এক সুন্দর শিক্ষিত জনপথের নাম ” শাহবাজপুর “এক এক সময় ঐতিহাসিক ভাবে খেলাধুলা তে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম তিন জাতীয় ঐীড়াবিদ,, প্রয়াত বীরমুঔিযোদ্ধা তামান্না মিয়া, প্রয়াত কাজী হুমায়ুন, প্রয়াত বীরমুঔিযোদ্ধা ওসমান উদ্দিন খালেদ এরা পাকিস্তান আমল থেকে শুরু করে শাহবাজপুর কে Represent এর মধ্যে ওসমান উদ্দিন খালেদ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এরা এলাকায় গবিত সন্তান ও গব? এক সময় শাহবাজপুর ঐতিহাসিক নিয়াজ মাঠে অনবরত নিয়াজ ও ঐিকেট এর সুচনা হয় সরাইল উপজেলাধীন শাহবাজপুর নিয়াজ মাঠে প্রথম উদ্বোধন করা হয়। ঐিকেট খেলাধুলা শাহবাজপুর প্রথম সূচনা করেন আহম্মেদ মুওাকী, সিজান,সাব্বির, প্রয়াত দিপু লিটনসহ আরও অনেকেই, উঔ খেলা উপভোগ করতে শাহবাজপুর নিয়াজ মাঠে দুর দুরান্ত থেকে আসত,তবে এক সময় শাহবাজপুর নিয়াজ মাঠে ফুটবল খেলা টা একটু বেশি হত সে খেলায় রেফারি দায়িত্ব পালন করতেন শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আবুল খায়ের স্যার সহ আবদুল আজিজ, প্রয়াত মুসাদ্দেক মিয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। শাহবাজপুর গ্রামে নাট্যমন্ব্চ হতো তবে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলী আমজাদ নাটকের অভিনয় যখন করতেন কত সুন্দর অগবগী ও সাবলীলা ভাষা। শাহবাজপুরের জমিনে অনেক পাগল কে দেখেছি তবে প্রথম গেইট বাসষ্ট্যান্ডে বিশাল বড় সুন্দর বটগাছ ছিল এই বটগাছের নিচে সবসময় বসে গান করতেন ওনায় হাতের সুন্দর দু” তারা গাছের গোড়া জুলিয়ে রাখতেন এই পাগল এর নাম ছিল মওবালী পাগলা। এই পাগল সব সময় ই বলতেন ভাত আর সানু,শাহবাজপুর ঐিকেটে একসময় অবদান রেখেছিলেন লায়ন বয়েজ ক্লাব, সাগরিকা বয়েজ ক্লাব, ও নবারুন বয়েজ ক্লাব, রংধনু বয়েজ ক্লাব, বিজলী বয়েজ ক্লাব এই সকল ক্লাব মিলে খেলাধুলা আয়োজন করাতাম, অনবরত শাহবাজপুর নিয়াজ মাঠে ও ঈদগাহ মাঠে ফুটবল ও ঐিকেট খেলতাম । আম্পায়ার দায়িত্বে থাকতেন জগলু নওশাদ সাগর, ও মোঃ মাহবুবুল হাসান, পাপন সহ অনেকেরই,, শাহবাজপুর ইউনিয়ন প্রতিটি গ্রামে জনপ্রিয় খেলা হাডুডু খেলা, লাঠি খেলা, গুটিধারা খেলা ইত্যাদি, শাহবাজপুর সামাজিক ভাবে ও দেশ বিদেশ জনপ্রিয় নৌকায় বাইচ প্রতিযোগিতায় অন্যতম শাহবাজপুরের যাদের নেতৃত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় ব্রাক্ষনবাড়ূ্ীয়া সহ দেশের বিভিন্ন স্হানে অংশ নিয়েছেন তাদের মধ্যে কিছু কৃতিমান ব্যঔির নাম আজও মনে পরে, যেমন শাহবাজপুর মোড়াহাটি প্রয়াত আবদুল মাওলা, প্রয়াত হাজী শুকুর আলী, প্রয়াত মুন্নু মিয়া, ক্ষমতাপুরের বিশিষ্ট সালিশকারক সিদ্দিক উল্লা,তাদের নেতৃত্বে শাহবাজপুর তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় দেওয়া হত,শাহবাজপুরের কৃতিসন্তান প্রয়াত মাজাহার উদ্দিন আহমেদ ভাসানী, উনার সহযোদ্ধা আরিফুর রহমান , টুনু মিয়া ও আলী হায়দার মেম্বার, এদের মত গুনিজন যারা শাহবাজপুর এ মাটি তে ছিল ওনারা ছিল সাংস্কৃতিক ব্যওিত্ব। ইতিহাসের স্বন যুগের এক উজ্জ্বল নক্ষএ ছিল এই মহীয়সী মানুষ গুলো, তাদেরকে বিনয়ের সাথে স্বরন করি ও শ্রদ্দ্রায় জানাই।৷ ৷৷ ৷ ৷ শেখ রোকন উদ্দিন আহমেদ, জামাল, সাধারণ সম্পাদক, চেতনা শাহবাজপুর সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরাইল ব্রাক্ষনবাড়ীয়া।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট