কলকাতা প্রতিনিধি, দৈনিক খবর পদ্মা সেতু :
গতকাল ০৪ঠা জুন,২০২৩ রবিবার দুপুর ২টাথেকে৩.৩০মিনিট পর্যন্ত প্রায় দ্বি শতাধিক কবি-সাহিত্যিক-সাংবাদিক-শিক্ষক-অধ্যাপক-বিচারপতি সহ সমাজের জ্ঞানীগুণী মানুষদের উপস্থিতিতে সুন্দর ভাবে সুসম্পন্ন হলো কলকাতা প্রেসক্লাবে ৫৬ বছর ধরে চলতে থাকা ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা ‘বুলবুল’এর ‘ঈদ সংখ্যা’ প্রকাশ অনুষ্ঠান, যাঁর সম্পাদক এস. এম. সিরাজুল ইসলাম মহাশয়।
সভাপতি ও অতিথি বরণের পর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা ঘটে। কুরআন তেলাওয়াত করেন আবু সালেহ রেজাউল করিম যিনি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য। সভাপতি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ড. আব্দুল গনি সাহেব, প্রধান অতিথি রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়ক ডাঃ আবুল কাশেম মহাশয়, অন্যান্য অতিথিদের মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাশ্যপ গনি, ড. ফিরোজা বেগম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. সামিম ফিরদৌস, কবি মতিয়ার রহমান, সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, নজরুল গবেষিকা দীপা দাস, ‘শব্দের ঝংকার’পত্রিকার সম্পাদক সুনীল মুখোপাধ্যায়, প্রবীণ কবি আবদুর রব খান, কবি সমরেন্দ্র নাথ ঘোষ, ‘বিকল্প নির্মাণ’এর সম্পাদক অভিজিৎ বিশ্বাস প্রমুখ। এক মিনিট নীরবতা পালন করা হয় সবাই দাঁড়িয়ে প্রয়াত কবি জয়নাল আবেদিন, ড. ওসমান গণি ও কাজী কল্যাণীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সবাই কে বরণ ও রবীন্দ্রকাব্য পাঠ করেন শিশু শিল্পী ঈশিকা ইসলাম। নজরুল সঙ্গীত পরিবেশন করেন দীপা দাস, কাব্য পাঠ করেন সিদ্ধার্থ সিংহ। বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন-কবি আনোয়ার হোসেন, কবি-সাহিত্যিক-সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, শিক্ষক-কবি-সাহিত্যিক ও সাংবাদিক মহঃ মফিজুল ইসলাম, কবি সফিকুল ইসলাম, কবি ইকবাল দরগাই প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সম্পাদক এস. এম. সিরাজুল ইসলাম।
********************************
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট