আপনার হোয়াটসঅ্যাপে এই মেসেজ এলে সাবধান, ক্লিক করলেই সর্বনাশ।জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেই। আর তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে বিভিন্ন ধরনের প্রতারণার মতো ঘটনা। ইদানীং একটি নতুন বাগ বেরিয়েছে হোয়াটসঅ্যাপে। সতর্ক না হলে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনিও।এক টুইটার ব্যবহারকারী বিষয়টি প্রথম চিহ্নিত করেন। একটি বিশেষ লিংকের কারণে অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করতে শুরু করেছে। অনেক অ্যানড্রয়েড ব্যবহারকারী এরই মধ্যে এই স্ক্যামের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে এ ধরনের লিংকে ক্লিক করার বিষয়ে সতর্ক করে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
একটি সিঙ্গেল চ্যাট বা গ্রুপ চ্যাটে wa.me/settings -এই লিংক এলেই এড়িয়ে চলুন। এতে ক্লিক করলেই এই বাগ তখনই সক্রিয় হয়ে যাবে। এই বাগের কারণে এতে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই অ্যাপটি ক্র্যাশ করে যায়।
ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে, দুই ক্ষেত্রেই এই লিংক এলে এবং তাতে ট্যাপ করলে এই সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপেও এই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৩.১০.৭৭-এ এই সমস্যা সবচেয়ে বেশি দেখা গেছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের অন্য ভার্সনেও এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট