ব্রাক্ষনবাড়ীয়া জেলা প্রতিনিধিঃ এম বাদল খন্দকার
ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১জুন) বিকালে সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়ন পৃবপাড়া প্রয়াত মিয়াচান মেম্বার বাড়ির সামনে এ খেলস আয়োজন করে নোয়াগাঁও ইউনিয়নের ১ নং ওয়াডের স্হানীয় এলাকা বাসী।এই খেলা ৭ টি দল অংশ গ্রহন করেন।এ খেলাকে ঘিরে স্হানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। কালের ঐমে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ প্রাচীন লাঠি খেলা দেখতে ভিড় করেন নানা বয়সের মানুষ। ঢাক- ঢোল আর কাসাঁর ঘন্টার শব্দে চার পাশে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অগভগি প্রদশন করে লাঠিয়ালরা। তার পরই চলে লাঠির কসরত।প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষাও তাকে আঘাত করতে ঝাপিয়ে পড়েন লাঠিয়ালরা।এসব দৃশ্য দেখে আগত দশকরাও করতালির মাধ্যমে উৎসাহ জোগায় খেলোয়ায়দের। লাঠি খেলার সময় উপস্থিত ছিলেন উপজেলা নোয়াগাও ইউনিয়নের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুছলে উদ্দিন হেলাল। স্হানীয় ১ নং ওয়াড মেম্বার মারাজ আলী, নোয়াগাঁও ইউ পি ১ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিন খান,১,২,৩ ওয়াড মহিলা মেম্বার নাদিরা বেগম,রাইছ মিয়া,জামাল সরদার, আব্দুল ওসন সরদার, ওলি সরদার, বাবর আলী সরদার, জাহিদুল হক প্রমুখ।খেলা শেষে প্রধান অতিথি নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শেখ মুছলে উদ্দিন হেলালের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড় দের মাঝে পুরস্কার হিসেবে – ১ টি লুগি ও গেন্জি তুলে দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট