জহির সিকদার,আশুগঞ্জঃ
আশুগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমান (অনুর্ধ-১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার ১৯ জুন বিকেলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও আশুগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওউদ্বোধক আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) কাজি তাহমিনা শারমিন, চরচারতলা ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া,লালপুর ইউপি চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার,শরীফপুর ইউপি চেয়ারম্যান সামিউদ্দিন চৌধুরী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এনামুল হক,আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন সিকদার,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন,সহকারী প্রোগ্রামার আবু আবদুল্লাহ,চরচারতলা ইউপির নারী সদস্য ফাতেমা বেগম,শোভা বেগম,সরকারী হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,সেলিম রেজা প্রমুখ।
উক্ত খেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ,খেলোয়াড় বৃন্দ ছাড়াও নানা শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে হাজারো লোকের সমাগমে খেলার মাঠে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য যে,প্রথম দিন টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহন করে।
তন্মধ্যে প্রথম খেলায় সদর ইউনিয়ন ৫-১ গোলে তালশহর ইউনিয়নকে পরাজিত করে বিজয়ীর হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় খেলায় চরচারতলা ইউনিয়ন শরীফপুর ইউনিয়নকে ৯-০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারী ও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন জালাল হোসেন,রাকিবুল ইসলাম ও নাসির।
জমজমাট উক্ত খেলাটি মাঠে উপস্থিত দর্শকরা প্রাঁন ভরে উপভোগ করেন।
জুন ১৯.২০২৩
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট