শাহ সাবরিনা মোয়াজ্জেম
কবিতা,উৎকণ্ঠা
মেঘের অন্তঃপুরে বৈশ্বনরের —ছটা!
বিস্ময়লাগা ঘোরে —অন্ধের গান!
মন অজানারে গেঁথে থাকে— বহতা প্রেমের নুড়ি!
মন্থরতায় কেঁপে ওঠে —অটবি!
ঝাঁকে ঝাঁকে উঁইপোঁকার আমন্ত্রণ —
—নিয়নে
যেনো মরা তামাক পাতার রং গায়ে —ধুসর!
আগে কখনো —মন বিপন্ন প্রজাপতি, ঘাসফড়িং দেখেনি—!
তারা —সৌহার্দ্যে এখন মিথ হয়ে উঠছে!
কেউ কেউ প্রস্থান করছে —অভিমানে!
কেউ কেউ একরোখা প্রথা ভাঙ্গছে
জীবনের —প্রত্যুষে!
লিলায়িত —কুণ্ডলী পাকিয়ে সভ্যতার সিঁড়ি
ডিঙ্গিয়ে চলছে নাদান নাগরিক!
বিবাদের জন্মদিনে —
অঞ্জলি টেনে মিছেই এনেছে — তিরোধান!
তাই—
আমি ভেবে নিই কেবল শুরু!
ইতিহাস এনে দেয় অন্য ভাবনার মৌনতা
এ এক অদ্ভুতরে মেরুকরণ!
নিঠুর —উল্লাস!
নিঠুর — ছলনা!
নিঠুর — ভাবাবেগ!
শব্দহীন কষ্ট গুলো
সৃষ্ট কষ্টের সমাহারে ভেসে যায়!
হুতাসনের বেলাবেলিতে
আগ্রাসনের —চৌহদ্দি থেকে — ওপাড়ে!
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট