মোঃ রেজাউল ইসলাম লিটন স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে এলাকাই মাদক ব্যবসায়ী অঞ্জনের দখলে প্রশাসন নিশ্চুপ..?।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জীমখানা বস্তির কালামের ছেলে যুয়ার আসরের পরিচালনাকারী আনিসের ছোট ভাই অঞ্জন এখন নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় মাদকের সম্রাজ খুলে পরিচলনা করছেন তার মাদক বানিজ্য উল্লেখ যে মাদক কারবারি জুয়ার আসরের দালাল অঞ্জন নারায়ণগঞ্জ শহরের জীমখানা এলাকা থেকে তার মাদক বানিজ্য শুরু করে তার পর থেকে আর থামা হয় নি মাদক কারবারি অঞ্জনের মাদকের বানিজ্য । সূত্র অনুসারে জানা যায় অঞ্জন তার ব্যবসা পরিচরনা করতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে তিনি। নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার হারুন আর রশিদ স্যার এর নাম ভাঙিয়ে প্রসাসনিক সুবিধা ভোগ করেন বলে জানিয়েছেন একটি সূত্র। জুয়ার আসর চালানোর জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে বেশ বন্দুর মতই চলাচল করেন অঞ্জন যার ফলে সাধারণ মানুষ তাকে নিয়ে সবসময়ই আতঙ্কে থাকেন । সংবাদ মাধ্যম সূত্র মতে জানা যায় নারায়ণগঞ্জ সদর থানার ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবির কিছু সদস্যের সঙ্গে যোগাযোগ থাকায় প্রকাশেই চলে তার মাদক বানিজ্য। নারায়ণগঞ্জের জীমখানা, বাবুরাইল,কাশিপুর, জল্লারপাড়া,পাইকপাড়া, আলআমিন নগর, মুসলিম নগর, ডিগ্রিচর,হাটখোলা জুড়ে গড়ে তুলেছেন মাদকের এক বিশাল নের্টওয়ার্ক।ব্যবসা পরিচালনা করতে কোনো প্রকার যেনো সমস্যার সৃষ্টি না হয় তার জন্য সে উল্লেখ এলাকাগুলোতে থাকা অন্য মাদক ব্যবসায়িদের গ্রেফতার করতে পুলিশ ও ডিবি পুলিশের সহয়তা করে অঞ্জন, এবং এতে করে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গভীর সম্পর্ক হয় তার। এই সুজগেই নিশ্চিন্তমনে মাদক বানিজ্য করেন অঞ্জন। বেশ কিছুদিন আগে তার সম্মন্ধী মোঃ কাইউম ডিবি পুলিশের কাছে নিজের বসত বাড়ি থেকে পাঁচ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার হয় তার সঙ্গে কথা এক সঙ্গি সহ যেটা মদক ব্যবসায়ি অঞ্জনের বসত বাড়ি। এখন উল্লেখ এলাকাগুলোর নিরিহ মানুষদের একটাই দ্বাবি যে অনতিবিলম্বে এই মাদক সম্রাট অঞ্জন কে আইনের আওতায় আনলেই নারায়ণগঞ্জ বাসির শান্তি ও যুব সমাজকে ধংশের হাত থেকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন নারায়ণগঞ্জের সুশীলসমাজের প্রতিনিধি গন।
তাই অঞ্জনের বিষয়ে সঠিক অনুসন্ধান করে আইনি উদ্যোগ গ্রহন করে অতি জরুরি গ্রেফতার নিশ্চিত করতে অনুরোধ করেন দেশের সর্বস্তরের প্রশাসনের ব্যক্তি বর্গদের কাছে নারায়ণগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিগন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট