লেখক,শান্তা কামালী
কবিতা,প্রেমের মৃত্যু নাই
বক্ষে তোমার অমিত সুধা
ওষ্ঠে মাধুরি ঝরে,
কতো শত অশান্ত রাতে ঘুম
কেড়ে নিতে পারে।
দুচোখে কাজল অক্ষয় হোক…
কণ্ঠে রত্নহার,
সব আলো যদি নিভেও যায়
হবে না অন্ধকার।
শুধু এতোটুকু উষ্ণ নিঃশ্বাস
মনেতে জাগাবে আশা…
মৃত্যুর আগে জেনে যাবো
আজও ফুরায়নি ভালোবাসা।
কবরে’র পানি শুকিয়ে যাবে,
জীবনের যতো ভুল…
সবকিছু ক্ষমা করে দিয়ে
তুমি কবরে রাখবে ফুল।।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট