মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় পেশিশক্তি খাটিয়ে জমির মালিকদের উচ্ছেদের পায়তারা অব্যাহত
পাইকগাছায় জমি নিয়ে বিরোধের জেরে অব্যাহত হুমকি, মারপিট, খুন,জখমের ভয়ে চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবার পাঁকা বাড়ি ঘর ফেলে রেখে জীবন ও পরিবার রক্ষার্থে ভয়ে অন্যত্র বসবাস করছে। বাকি একটি পরিবার খুন জখমের ভয়ে নির্ঘুম রাত যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথ পুর গ্রামে।
ভুক্তভোগী মোস্তফা সরদার জনান, উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মোস্তাফা সরদার, আকবর মোড়ল,রেজাউল মোড়ল ও নুরালী শেখ স্থানীয় হেকমতদের কাছ থেকে ১০ বছর পুর্বে জমি ক্রয় করি। সেখানে পাকা বাড়ী ঘর বানিয়ে ভোগ দখল করে আছি। এর মধ্যে মোস্তাফাকে বাদে অন্য ৩ জনকে মারপিট,হামলা মামলা করে উচ্ছেদ করার ঘটনা ঘটেছে। এবার মোস্তাফাকে কয়েক মাস যাবৎ বাড়ী ঘর ভেঙ্গে নিয়ে উচ্ছেদের জন্য রাতদিন চাপ সৃষ্টি করছে। চলে না গেলে তাকে গুম খুনের হুমকি ও আমার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। অবশেষে মোস্তাফা বাধ্য হয়ে ২০ জুন পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ২৯৬/২৩ নং ১৪৪ ধারা মামলা করেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ওসি পাইকগাছা থানাকে পাঠানো হয়েছে। এএসআই শেখ পলাশ আহম্মেদ ওসির আদেশ প্রাপ্ত হয়ে রোববার সকালে সরজমিনে তদন্ত করেছেন।
আকবর মোড়ল জানায়,আমরা কবলা দলিলমুলে জমি কিনে ভোগ দখলে আছি। তারা পেশি শক্তি খাটিয়ে আমাদের বিতাড়িত করতে গত ১৩ আগষ্ট ২১ ইং তারিখ ভোরে আমার উপর প্রতিক্ষরা হামলা করে আমাকে কুপিয়ে জখম করে। আমি মামলা করলে জেল থেকে তারা বের হওয়ার পর থেকে হত্যার ভয়ে আমি ও আমার পরিবার পাকা ঘর বাড়ি রেখে পালিয়ে অন্য এলাকায় বসবাস করছি।
এব্যাপারে অভিযুক্তদের মধ্যে গাউসুল আজম মানিক জানান,আমরা অন্যায় ভাবে কাউকে কিছু বলছিনা। আমাদের কথা কাগজ যার জমি তার।
প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের খুলনার পাইকগাছা প্রতিনিধি মোঃ ফসিয়ার রহমান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট