কলকাতা প্রতিনিধি, আসাদ আলী,দৈনিক খবর পদ্মা সেতু : গত ১৬/০৭/২০২৩ তারিখ মুর্শিদাবাদের লক্ষীটকিজ হলে দুপুর ১টা হইতে ৫টা পর্যন্ত ‘তু লাল পাহাড়ের দ্যাশে যা… ‘গান সৃষ্টিকারী বিশিষ্ট কবি অরুন চক্রবর্তী র উপস্থিতিতে গোপাল কিস্কু মহাশয়ের পরিচালনায় আদিবাসী নৃত্য সহযোগে হয়ে গেল “ভাগীরথীর তীরে” পত্রিকার চার টি সংখ্যার (ষষ্ঠ থেকে অষ্টম ও বিশেষ সংখ্যা) প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। বরণ করে নেওয়া হয় কবি অরুন চক্রবর্তী মহাশয়কে, বরণ করেন কবি তরুণ পান্ডে।
দেবব্রত রায়ের গান সোনালী আদিত্য ও যৌথভাবে গেয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার শুভ সূচনা ঘটে। যদিও সকালে প্রথম সূচনা হয় শোভাযাত্রা সহযোগে। বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে র শিশুদের নৃত্য নজর কাড়ে। জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ এর পৌর পিতা প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে বরণ করেন কবি দেবব্রত রায়। কাউন্সিলার মৌমিতা দাসকে বরণ করেন সোনালী আদিত্য।
শ্রেষ্ঠ কবি হিসেবে সম্মানিত করা হয় কবি অরুন চক্রবর্তী মহাশয়কে। আগত সমস্ত কবি কেই সম্মাননা প্রদান করা হয়। তার মধ্যে বিশিষ্ট কয়েকজন- কবি ও সাংবাদিক আসাদ আলী, কবি ও সাংবাদিক মহম্মদ মফিজুল ইসলাম, কবি রঞ্জন চৌধুরী, কবি মাজিরুল ইসলাম,কবি মীর সাহানাজ খাতুন, কবি ভাস্বতী রায়, কবি সোনালী আদিত্য, কবি রজব আলী, কবি সুজিত চক্রবর্তী, কবি শঙ্কর দাস, কবি কাকলী দাস প্রমুখ। এছাড়াও সম্মানিত করা হয়-প্রফেসর রিঙ্কু সাহা, ভাষ্যকার ছোটন গোস্বামী, চিত্রপরিচালক ও অভিনেতা রাজ ব্যানার্জী, কাউন্সিলার প্রসেনজিৎ ঘোষ, কাউন্সিলার পরিমল সরকার,কাউন্সিলার মৌমিতা দাস সরকার, আদিবাসী নৃত্য সংগঠক গোপাল কিসকু, হল ম্যানেজার রিতেশ জৈন, সাহিত্য প্রেমী পিন্টু ঘোষ, সমাজ সেবী সঞ্জু সরকার, সমাজ সেবী উজ্জ্বল কুমার সিনহা প্রমুখ।
এছাড়াও পত্রিকা কমিটির পক্ষ থেকে কবি সম্মাননা পান-সম্পাদক যোগেন্দ্রনাথ বিশ্বাস, সভাপতি দেবব্রত রায়, সহসভাপতি রঞ্জন চৌধুরী, কোষাধ্যক্ষ তরুণ পান্ডে প্রমুখেরা।
পরিচালনা ও সঞ্চালনায় যোগেন্দ্রনাথ বিশ্বাস, সহযোগী সঞ্চালনায় ছোটন গোস্বামী।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট