পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রীকে শয়তানের নিশ্বাস নামক ক্যামিকেল কৌশলে ব্যবহার ও সম্মোহন করে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ দুই লাখ দশ হাজার
টাকা এবং এক লাখ টাকার স্বর্ণাণংকার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (১৬ জুলাই) ইসলামী ব্যাংক লিমিটেড চাটমোহর শাখায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রবিবার ভূক্তভোগি চাটমোহর পৌরসভার দোলং মহল্লার প্রবাসী জহুরুল ইসলামের স্ত্রী তানিয়া আক্তার (৩৭) চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সাড়ে ১১ টার দিকে এক লাখ টাকা পাঠানোর জন্য তানিয়া আক্তার ইসলামী ব্যাংক লিমিটেড চাটমোহর শাখায় যান। সেখানে অবস্থান কালে তানিয়ার পাশে বসা অজ্ঞাতনামা আনুমানিক ৭০ বছর বয়ষ্ক এক ব্যক্তি তানিয়ার মাথায় হাত বুলিয়ে দেন। দাদা বয়সী মানুষ মাথায় হাত বুলিয়ে দেওয়ায় তানিয়া তাকে সন্দেহ করেন না। উক্ত বৃদ্ধ তানিয়াকে কিছু জিজ্ঞেস করলে তানিয়া অবলীলায় সব কিছু বলে দেন। বাড়িতে আরো টাকা, স্বর্ণলংকার আছে কিনা জিজ্ঞেস করলে তানিয়া জানায় আরো এক লাখ টাকা ও স্বর্ণালংকার আছে। বৃদ্ধ লোকটি তানিয়াকে সাথে নিয়ে ইসলামী ব্যংক থেকে বেড়িয়ে বোরাক গাড়িতে চড়ে তানিয়ার বাড়িতে যান। এর পর মোট দুই লাখ টাকা, সোনার আংটি, চেইন, কানের দুল, রুলি বালা নিয়ে তানিয়াকে সাথে নিয়ে চাটমোহর রেলবাজার এলাকায় যান তিনি।
প্রতারক তানিয়াকে একটি আরবী বই কিনে দেয় এবং
সেটি মসজিদে রেখে আসতে বলে। তানিয়া মসজিদ থেকে বের হওয়ার আগেই প্রতারক বৃদ্ধ পালিয়ে যায়। কখন কিভাবে প্রতারক ব্যক্তিটি টাকা গহনা পত্র নিয়ে
নিয়েছে তা স্মরণ করতে পারে না তানিয়া।
তানিয়া জানান, অজ্ঞাত বৃদ্ধ সব কিছু নিয়ে যাওয়ার কিছু সময় পর বুঝতে পারি উক্ত প্রতারক বর্তমান সময়ের মারাত্মক “শয়তানের নিশ্বাস” নামক কেমিকেল
দ্বারা আমাকে সম্মোহন করে তার নিয়ন্ত্রণে নিয়ে এরুপ প্রতারণা করে আমাকে সর্বশান্ত করেছে। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করলে উক্ত প্রতারককে সনাক্ত
করা যাবে।
ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আবুল বাশার জানান, বিষয়টি আমি জেনেছি। তানিয়া আক্তার আমাদের গ্রাহক। ব্যাংকে অনেকেই একে অপরের সাথে কথা বলেন। উনারা কথা বলেছেন। কিছু সময় পর বেড়িয়ে গেছেন। পরে প্রতারণার বিষয়টি জানতে
পারি। আমাদের গ্রাহক প্রতারিত হোক এটা আমরা চাই না। এমন ঘটনায় সবার সচেতন হওয়া দরকার।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট