নতুন পাকা ঘরে মাথা গোজাই ঠাই পেলো, ঝিনাইদহ কালীগঞ্জের ভুমিহীন ও গৃহহীন ৫৯টি বেদে পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ৩য় ধাপের ঘর প্রদান উদ্বোধনের পরই কালীগঞ্জে গৃহহীন ৫৯টি বেদে পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।এ সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্টানের মাধ্যমে ভুক্তভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, থানার ওসি আবদুর রহিম মোল্ল্যা ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।উল্লেখ্য, কালীগঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার দুরে বারবাজার মাঝদিয়া বাওড়ের কিনারে নিরিবিলি পরিবেশে নির্মিত পাকা ঘরগুলি শুধুমাত্র ৫৯টি বেদে সম্প্রদায়ের মাঝে প্রদান করা হয়েছে।উপজেলা অফিস সুত্রে জানা গেছে, ইতোপূর্বে দেশের কোথাও একস্থানেই এতো বেশি সংখ্যক বেদে সম্প্রদায়ের জন্য পাকা ঘর দেয়া হয়নি। এছাড়াও বিশেষভাবে সেখানে শিশুদের বিনোদনের জন্য পার্ক করে বেশ কিছু রাইডও বসানো হয়েছে। পরবর্তিতে মসজিদ তৈরি ছাড়াও সেখানে শিশুদের জন্য করা হবে শিক্ষার ব্যবস্থা। বর্তমানে সেখানে প্রায় ৩’শ সদস্য বসবাস করতে পারবেন।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, বেদে সম্প্রদায়ের সদস্যরা অত্যন্ত অসহায়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কালীগঞ্জের ভূমিহীন ৫৯টি বেদে পরিবারের মাঝে ওই পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।কালীগঞ্জ পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমারের সঞ্চালনায় ঘর প্রদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, পরিষদের সকল দফতরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। এবং তারা বলেন আমরা অনেক খুসি আমাদের ছেলে মেয়েদের এবার বিবাহ দিতে পারবো। এতো দিন কেউ নিতে চাইতো না ঘরবাড়ি নেই সেই জন্য শেখ হাসিনা সরকার আমাদের সব ব্যবস্থা করে দিয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট