ছোট্ট সোনামণি জুই প্রায় ২ মাস যাবৎ (বোনম্যারো ফেইল রোগে আক্রান্ত) হয়েছে।ছোট্ট শিশু জুই কাকুতি মিনতি করতে থাকে সারাক্ষণ হাসপাতালের বেডে, আমি বাচঁতে চাই আমি বাচঁতে চাই। এমনই যে সময় তার খেলাধুলা করার কথা, পড়াশোনা করার কথা সে সময় সে হাসপাতালের বেডে বলতে থাকে আমি বাচঁতে চাই। এমনি যে যায় তার কাছে বলে যার দিকে তাকানো যায়না। এমনটি যদি আমার আপনার মেয়ে বা বোনের হতো তাহলে কি করার ছিলো বলেন। তাও আবার একটা গরিব পরিবারে বেড়ে ওঠা। কি করবে তারা সই সম্বল যা ছিল সব বিক্রি করে এতো দিন চিকিৎসা চালিয়েছে। এলাকার যারা ধনী তকরাও সাহায্য সহযোগিতা করে আসছে। এখন তার পরিবার সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। সে মেয়েটির রক্ত উৎপাদন হয়না। প্রতিমাসে সাদা ও লাল রক্ত দেওয়া লাগে। বিশেষ করে তার মা ও বাবা বাংলাদেশের সরকার আমাদের জননেত্রী, গরিবের ভালোবাসার মা তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার মেয়ে জুই আক্তারের চিকিৎসার সাহায্যে চেয়েছেন। সাথে সাথে যে সকল সামাজিক সংগঠন গুলো আছে ও ধনী ব্যাক্তিরা আছেন তাদের কাছে ও তার মেয়ের চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। আসুন আমরা সকলে একে অপরের সাহায্যে এগিয়ে আসি, তাহলে একদিন আমার আপনার বিপদে অন্যরাও এগিয়ে আসবে। আমার আপনার একটু সাহায্যে সহযোগিতায় যদি একটা জিবন বেচে যায় এর চেয়ে আর কি হতে পারে। তাই আমরা একসাথে কাধে কাধ মিসে সকলে বলি, (মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য।) তাাা আমরা ছোট্ট শিশু জুই কে বাচাতে সকলে এগিয়ে ।
বাচানোর মালিক এক মাত্র আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে পারি তাই আসুন সকলে এগিয়ে আসি।( ঠিকানা, হালি শহর ঈদগাহ , বড়পুকুর পাড় ২৫ নাম্বার ওয়ার্ড। চট্টগ্রাম।) যোগাযোগ মায়ের মোবাইল নং ০১৮৬১০১৬০৬০ নগদ/০১৩১৭৮০২৪৫৬ বিকাশ
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট