মোঃ ইমাম হোসেন স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোরেলগঞ্জ এবার সিঁধ কেটে, ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা।বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া কিসমত জামুয়া গ্রামে সিদ কেটে ঘরে ঢুকে আম্বিয়া বেগম (৪৫) নামের একজন বিধবা নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত ১২ টা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময়। নিহত আম্বিয়া বেগম ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, আম্বিয়া বেগমের ছেলেরা বাড়ীর পাশের একটি মক্তবে থেকে লেখা পড়া করে। শনিবার ভোরে এসে দেখতে পায় তাদের বসতঘরের সামনে থেকে সিদ কাটা এবং ঘরের দরজা খোলা। ছেলেদের ডাকে আমরা স্থানীয়রা এসে তাদের বসত ঘরে প্রবেশ করে দেখি আম্বিয়া বেগম কে তার শোবার খালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে অজ্ঞাত চোরেরা চুরি করতে এসে এ হত্যার ঘটনা ঘটিয়েছে। বিষয়টি মোড়েলগঞ্জ থানা পুলিশ কে জানালে পুলিশ সকালে এসে লাশের সুরতহাল করেছে। মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, উপজেলার কিসমত জামুয়া গ্রামে আম্বিয়া বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যার খবর পেয়ে শনিবার সকালেই পুলিশ ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনা তদন্তে এবং হত্যাকারীদের সনাক্ত করতে পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে।#
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট