পাবনা থেকে নিজস্ব প্রতিনিধি
গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার উদ্যোগে হালিমপুরে বৃক্ষ রোপন।আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন “গ্রিন পিস বাংলা” পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা জেলার চাটমোহর উপজেলার ৯নং ফৈলজানা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হালিমপুর (হিড়িন্দা) বাজারে আজ ২৩শে জুলাই ২০২৩ইং রবিবার, বিকাল: ৬:০০ঘটিকার সময় ফলদ বৃক্ষ (জাতীয় বৃক্ষ আম গাছ) এর চারা রোপন করা হয়।বৃক্ষ রোপন করেন গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার নির্বাহী সভাপতি জনাব অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ।আমের চারা রোপনের সময় সঙ্গে ছিলেন তাবলীগ জামায়াতের।ফৈলজানা ইউনিয়ন শাখা,চাটমোহর, পাবনা-র। আমীর জনাব মোঃ আব্দুর রাজ্জাক হুজুর, হালিমপুর
(হিড়িন্দা) বাজার সম্মিলিত ঔষুধ ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম জাকির, সদস্য পশু ডাঃ মোঃ বরকত উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ তফিজ উদ্দিন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব মোঃ আব্দুস শুকুর আল মামুন, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ সদস্য মোঃ রাফিউল ইসলাম রাফি।বৃক্ষ রোপনের সময় গ্রিনপিস বাংলা,পাবনা জেলা শাখা-র নির্বাহী সভাপতি- অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ বলেন,আমাদেরকে জীব ও বৈচিত্র রক্ষা করে চলতে হবে। প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে, দেশে ফলের বাড়তি উৎপাদন ও কৃষির প্রতি নাগরিকদের সচেতনতা বোধ তৈরী করতে হবে। এলাকার সাধারন দেশপ্রেমিক জনগনের প্রতি সচেতনতা বৃদ্ধির প্রতি তাগিদ দিতে হবে বেশি করে।তিনি বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে আরো বলেন- বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু! বৃক্ষ মানুষকে অক্সিজেন দান করে ও কার্বন ড্রাই-অক্সাইড গ্রহন করে মানব সমাজকে টিকিয়ে রাখছে।
এছাড়াও বৃক্ষ রোপনের প্রতি জোর তাগিদ দিয়ে উপরোক্ত কথা গুলো তুলে ধরেন।পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি ।রক্ষায় গ্রিনপিস বাংলা তথা আন্তর্জাতিক গ্রিনপিসের কথা তুলে ধরে তিনি আরোও বলেন,
বর্তমান সময় বৃক্ষ রোপনের উত্তম মৌসুম! তাই বাড়ীর আশে-পাশে পরিত্যক্ত জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। সবুজের সমারোহে শ্যামল বাংলা মায়ের বুক ভরে তুলতে হবে, তবেই আমরা আরো নির্মল বায়ু সেবন করতে পারবো।তিনি আরো বলেন-ধারাবাহিক ভাবে পাবনা জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় আরো বৃক্ষ রোপন করা হবে ইনশা আল্লাহ!
বেশি-বেশি ফলদ-বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করে প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশ ও পরিবেশকে নিরাপদ করতে হবে।ফৈলজানা ইউনিয়ন তাবলীগের আমীর জনাব মোঃ আব্দুর রাজ্জাক বলেন-
জল দান ও ফল দান হলো পৃথিবীর শ্রেষ্ঠ দান।
আজকের রোপন করা বৃক্ষ একদিন ফল দান করে মানুষের ক্ষুধা নিবৃতে করবে! মানুষ খুশি হয়ে দোওয়া করবে, সেই দোওয়ায় মানবতার কল্যান সাধিত হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট