পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার নবাগত ইউএনও হিসেবে মোঃ রেদুয়ানুল হালিম চাটমোহরে তাঁর কর্মযজ্ঞ শুরু করেছেন। গত ২০ জুলাই’২০২৩ইং (বৃহস্পতিবার) দুপুরে বিদায়ী ইউএনও মোছাঃ মমতাজ মহল এর নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
১৭ জুলাই’২০২৩ ইং রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মাসুম বিল্লাহ রাষ্ট্রপতির আদেশক্রমে মোঃ রেদুয়ানুল হালিম-কে (১৮০৪২) পদায়ন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোঃ রেদুয়ানুল হালিম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সর্বোচ্চ ডিগ্রী গ্রহন করে ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে প্রথমে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে তাকে সিলেট বিভাগে বদলী করা হয়।
নিজ জেলা নেত্রকোনার বাসিন্দা মো. রেদুয়ানুল হালিম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিকল্পনা কমিশন ঢাকায় তাঁকে পদায়ন করা হয়। সেখান থেকে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে ন্যস্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ রেদুয়ানুল হালিম বদলীকৃত ইউএনও
মোছাঃ মমতাজ মহল এর স্থলাভিষিক্ত হলেন।
উল্লেখ্য, মো. রেদুয়ানুল হালিম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পাবনা জেলার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম দায়িত্ব পালন করবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট