বি.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার
টঙ্গীতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী হাফেজ ছাত্রদের সংবর্ধনা, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার টঙ্গীর সাদিয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ১ লাখ, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার এবং তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।
নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা, বাইতুল ফালাহ জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি কামাল উদ্দিন জাহানপুরীর সভাপতিত্বে ও টঙ্গীর কেন্দ্রীয় দারুল ইফতার গবেষক ও দত্তপাড়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বুরহান উদ্দিনের পরিচালনায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম.পি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী দারুল উলুম মাদরাসার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা মুফতি মাসউদুল করীম, টঙ্গীর আন-নূর মসজিদের খতিব ও দৈনিক নয়া শতাব্দীর ধর্মবিভাগীয় প্রধান মাওলানা আলী হাসান তৈয়ব, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম.এ সাত্তার মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড এর নব নির্বাচিত কাউন্সিলর আমির হামজা, ৫৪ নং ওয়ার্ড এর নব নির্বাচিত কাউন্সিলর মো. বিল্লাল হোসেন মোল্লা, নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী শেখ সাদী, মহাসচিব হাফেজ ক্বারী মাঈনউদ্দিন, টঙ্গীর এরশাদনগর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তফা আলমগীর, দারুল ইদ্রিস ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ ইসমাইল কবির নাহিদ, সওতুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল কহহার বিন খলিল, ফয়জুল উলুম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ত্বহা বিন বেলায়েত হুসাইন, খাঁন বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী শেখ ফরিদ, ল্যাবরেটরি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন, সাদিয়া কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রশিদ মোল্লা রনি, কাজী মঈনউদ্দিন, যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মো. কাজী মঞ্জুর, সাইদুল হক লিটন, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয়, দ্বীন মুহাম্মাদ নিরব প্রমুখ।নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজে কোরআনদের সংগঠন। সংগঠনটি দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রায় ৬৪ টি জেলায় হিফজুল কুরআন প্রতিযাগিতা সম্পন্ন করে এবং বাছাইকৃত হাফেজে কোরআনদেরকে নিয়ে জাতীয় প্রতিযোগিতা বাস্তবায়ন করে এবং চূড়ান্ত বিজয়ী হাফেজে কোরআনদেরকে সংবর্ধনা, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করে যাচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট