কলমে ঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখ ঃ ২৬/০৭/২০২৩ ইং
তিন বঙ্গের মিলন মেলায় একটি ব্রিজ চাই
শত বছর একই দাবী করছিলো সবাই।
একটি ব্রিজ হলেই দেশের বারতো আয়ের উৎস
জায়গা আজো পরে আছে হয়ে আছে নিঃস্ব।
আরিচা আর নগরবাড়ি দখিন দলোদিয়া
একটি ব্রিজ গড়বে দেশের তিন মোহনা নিয়া।
এমন স্বপ্নই ছিলো আগে দেশপ্রেমিদের মনে
একটি ব্রিজ গড়েই মোরা মিলবো সবার সনে।
ভাবনা ছিলো অল্প ব্যয়ে করবো অনেক আয়
সব স্বপ্ন ধ্বংস হলো রাজনীতির থাবায়।
একটি ব্রিজ গড়বে বলে সব করিলো ঠিক,
ব্রিজ দেশে হলো ঠিকই পালটে গেলো দিক।
রাজনৈতিক কষাঘাতে ত্রিশ জেলা শেষ
আটটি জেলার জন্য ব্রিজ সিরাজগঞ্জে বেশ।
বুঝলো যখন এই ব্রিজে হয়নি দেশে আলো
আরিচাতেই করলে ব্রিজ সবার হবে ভালো।
ভাবনা মতে স্যাংশন হলো বাজেট হলো শেষে
রাজনৈতিক স্রোতে ব্রিজ মাওয়ায় গেলো ভেসে।
ফিরে পেলো দশ থেকে ঐ বারো জেলা সুখ
ষোল জেলার মনের মাঝে আজো রইলো দুখ।
একটি ব্রিজ বাদ করিতে তিনটি ব্রিজ হলো
কি দোষ এই তিন মোহনার আমায় কেহ বলো।
যেই জায়গা সবাই জানে বাংলাদেশের নাভি
একটি ব্রিজ গড়লে হতো সকল জেলার চাবি।
বাংলাদেশের রাজনীতিটা হিংসা দিয়ে ভরা
তাই তো আজো সোনার বাংলা হইলো না যে গড়া।
একটি দলে করলে বাজেট অপর দলে ভাবে
এই বাজেটে কাজ করিলে ওদের নামটা হবে।
যেমন ভাবনা তেমন বাজেট নতুন জায়গার খোঁজ
এমন করেই দেশের সম্পদ ধ্বংস করছে রোজ।
রাজনৈতিক দাবানলে দেশটা পুরে ছায়
স্বাধীনতার পঁঞ্চাশ গেলেও অগ্রগতি নাই।
আসল কথা দেশের প্রতি নাইতো কারো দিল
তাই তো আজো হয়ে আছি পরো নির্ভরশীল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট