ডেঙ্গুতে মারা গেলেন গাইবান্ধার মেয়ে সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা।বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাজিয়া সুলতানা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সে গাইবান্ধা জেলা শহরের মুন্সিপাড়ার মরহুম বীর মুক্তিযোদ্ধা এসএম ওহেদুননবী মিন্টুর কন্যা ও স্যাটেলাইট এশিয়ান টেলিভিশনের সিনিয়র নিউজ রুম এডিটর রিহাদ মাহমুদ রমির বড় বোন এবং পলাশবাড়ি উপজেলা সদরের কাজী আহসান হাবীব শাহীনের শ্যালিকা।
পারিবারিক সুত্রে জানা যায়, ৩০তম বিসিএসের এই কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুই দিন ধরে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি মারা যান।
এস এম নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এক শোক বার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাণিজ্যমন্ত্রী শোক বার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।
সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ শোক বার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
কর্মময় জীবনে নাজিয়া সুলতানা ২৬/১২/১২ হতে ১৬/০৪/১৬ পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এবং ২৬/০৯/১৭ হতে ০৭/০৫/১৯ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার, কাউনিয়ায় কর্মরত ছিলেন।
এ দিকে তাঁর অকাল মৃত্যুতে এশিয়ান টেলিভিশনের পলাশবাড়ি উপজেলা প্রতিনিধি মাসুদার রহমান মাসুদসহ রংপুর বিভাগে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ মর্মাহত ও গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিন তাঁকে জান্নাতবাসী করুন (আমিন)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট