ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল, পাবনা)
কবিতা,মানুষ
মানুষকে জন্ম দেওয়া হয় ভালোবেসে-
হয় বড় প্রকৃতির নিয়মে মানুষ,
সুনিবিড় সম্পর্ক গড়ে তোলে নিমিষে-
সুশিক্ষায় মানুষ কখনো হয়না অমানুষ !
মায়া-মমতায় বসতি গড়ে তোলে ভবে-
বাড়ায় হৃদ্যতা আপন স্বত্ত্বা থেকে,
প্রেমিক ছাড়া কি কেউ পৃথিবীতে রবে-
ভাবি! পারবো কি তা যেতে দেখে…
ধৈর্য্য ধরে মানুষ নিবৃত করতে ক্ষুধা পরিশ্রমে-
অদম্য শক্তিতে ফলায় সোনার ফসল,
ইবাদতের স্পর্শে যায় শুকিয়ে ঘাম সহিষ্ঞুতার দামে-
যে মানুষ এ প্রকৃতির সেই তো আসল…
কত স্মৃতি বিস্মৃতি থাকে মানুষের পৃথিবীতে-
ঘটনা রটনা ও সঙ্গে থাকে ব্যক্তি জীধনে,
যা পারে লোকে নিতে; তা পারেনা দিতে-
যে পারে সে অমর অমলিন হয় তপ্ত ভূবনে !
মানবের হাসি খেলার জন্য এ পৃথিবী নয়-
এ জগত সংসার পরীক্ষার কেন্দ্র ভূমি,
চিরদিন থাকেনা সকলের সুনিশ্চিত বিজয়-
পরাজয় আসবে একদিন নিশ্চয়ই জেনো তুমি…
বাঁচা-মরার মাঝে যে কর্ম টুকু ঘটে-
দিতে হবে হিসেব তার পৃথিবীতে কাজের,
মাবুদ বাঁচায় খেয়ে পড়ে বাঁচতে ভাগ্যে যদি জোটে-
নচেৎ অস্তিত্ব বিলীন হয়ে যায় ভবে নিজের
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট