✒️ ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ
(BMHA, PC,RMP Reg No: 58,606)
(সুত্রঃ শম্পা কোড়াইয়া, জয়রামবের,
রাঙ্গামাটিয়া,কালীগঞ্জ, গাজীপুর-কে উৎসর্গীত)
তুমি আমি দু’জনে ভবে একাত্মতায়,
রয়ে যাবো পৃথিবীতে তৃপ্ত পরম্পরায়,
হবো দু’জনে মোরা একে-অপরের,
থাকবে উভয়ের মাঝে সমঝোতা ঢের।
সুখ-দুঃখে দু’জনাতে রবো আত্মায় মিশে,
ফলাবো সৃষ্টি ধারা নিঃস্বতায় ভালোবেসে,
ব্যথা-বেদনা নিপাত করব যে স্বমূলে,
সামান্য সান্ত্বনায় অসামান্য দুঃখ-ব্যথা ভূলে।
সাম্য-মৈত্রী ধর্ম স্বাধীনতা রাখব ধরে,
থাকবোনা স্বার্থপরতায় কভুও মুখ ফিরে,
বন্ধু তুমি আমার ওগো! মহৎ প্রান,
হবো মোরা নেকাত্মায় একই ফুলের ঘ্রাণ।
শত বিপদে-আপদে পাশে দাড়াবো বলে,
আজি হতে মুক্ত শফথে যাবো পথ চলে,
অপসংস্কৃতি করব দূর হাত রেখে হাতে,
দুঃখ-সুখে সেতুবন্ধনে রবো সবার সাথে।
বাড়বে মনোবল মোদের সবার মুক্ত দোয়া’য়,
হবো পার মোরা ভালোবেসে আসমানী খেয়ায়,
স্বসম্মান রবে অটুট সামাজিক কল্যান কাজে,
জেনে রেখো এ সেতুবন্ধন রবে আমাদের মাঝে…
(তারিখঃ১১-০৭-২০০৬ইং,আঃখালেকের দোকান, সিংহ দিঘীর পাড়,গাজীপুর,১৫:৫৭-১৬:১০ বিকাল,মঙ্গলবার)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট