সাদিয়া আক্তার তামান্না
স্বরবৃত্ত ছন্দ
মা আমার মা
মা আমার সব চেয়ে দামি
আকাশের চাঁদ তাঁরা,
মা ছাড়া আজ যে আমি ভাই
হইছি আত্মহারা!
মা সে তো মোর মনি মুক্তা
সবার চেয়ে সেরা,
সুখে দুঃখে মায়ের বুকে
ভালোবাসা ঘেরা।
আদর করে কাছে টানা
এখনে তো কেউ নাই,
আলতো করে চুমু ছাড়া
আসে না যে ঘুম ভাই।
চলে না পথ ভালো মাগো
তোমার ছোঁয়া ছাড়া,
তোমায় ছাড়া এই দুনিয়ায়
হইছি দিশেহারা।
প্রাণ ভরে যাই মা ডাক শুনে
খুব যে যাদু মাখা,
এ দুনিয়ায় কেউ পারে নাই
তার ন্যায় আগলে রাখা।
মায়ের মতন ভালোবাসা
আর না কেহ দিবে,
মা যে আমার হৃদয় মাঝে
স্মৃতি হয়ে রবে!
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট