সারা দেশে আগামী ২৯ জুলাই পবিত্র আশুরা পালিত হবে,মানতে হবে ডিএমপির নির্দেশনা
(শনিবার) পবিত্র আশুরা পালিত হবে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোকেরা আশুরা পালন করে থাকেন। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা।
পবিত্র আশুরা নিয়ে ডিএমপির নির্দেশনা
বুলবুল রেজা
বৃহস্পতিবার (২৭ জুলাই) আশুরা পালন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ তাজিয়া মিছিলে পাইক দলের ব্যক্তিরা দা, ছোরা, কাচি, বর্শা, বল্লভ, তরবারি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে। ফলে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।
যা ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীর মনে আতঙ্ক ও সৃষ্টিসহ জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাছাড়া মহরম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফাটানো হয়; যা ধর্মীয় ভাবগম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাই ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাচি, বর্শা, বল্লভ, তরবারি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফাটানো সম্পূর্ণ নিষি
ডিএমপির এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট