লেখক : এস এম মনি সরকার
*কিছু সত্য বাণী*
অন্যায়ের প্রতিবাদ করো সৎ সাহস নিয়ে,
অসহায়কে সাহায্য করো মুক্ত হস্ত দিয়ে।
শক্তের ভক্ত হয়ে হতে নাই নরমের যম,
মনে রেখো মুহূর্তেই চলে যায় মানুষের দম।
ধন জন শক্তি নিয়ে কখনো করো না গৌরব,
তাহা জীবনে চিরস্থায়ী হয় না অনায়াসে চলে যায় সব।
নিজ স্বার্থ আদায়ে করো না অন্যের কোন ক্ষতি,
পাপিষ্ট হবে জীবন মরণ তখন থাকবে না তখন গতি।
অন্যকে বোকা বানাতে যদি নিজকে ভাবো বুদ্ধিমান,
যে কোন সময় অপমানিত হয়ে যেতে পারে মান-সম্মান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট