সরাইল উপজেলা থেকে এম বাদল খন্দকার
শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ খেলা মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত।
আজ ২৮ জুলাই রোজ শুক্রবার শান্ত খেলায় ঘরের উদ্যোগে সরাইল উপজেলা শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ খেলা মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উঔ খেলা শাহবাজপুরে বিশিষ্ট মুরব্বি জনাব দুধু মিয়া সরদারের সভাপতিত্বে ও মোঃ মামুন মিয়া সন্চালনায় খেলাটি অনুষ্ঠিত হয়, উঔ খেলা প্রধান অতিথি ছিলেন শাহবাজপুর ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি ও আহব্বাহক জনাব মোঃ মাসুদ রানা রুবেল, বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষনবাড়ীয়া জেলা সি এন জি শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব মোঃ হাকিম, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দঃ খিলগাঁও থানায় ছাএলীগের সহ সভাপতি জনাব মেহেদী হাসান, শাহবাজপুর সি এন জি ষ্টেশনে নেতা জনাব হাসেম, শাহবাজপুর ইউনিয়ন ছাএলীগ নেতা শেখ তোফাজ্জল হোসেন জয়, এলাকায় গন্যমান ব্যঔিবগ, খেলা শেষে বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং ঢাকা মহানগর দঃ খিলগাঁও থানায় ছাএলীগের সহ সভাপতি, এবং খেলোয়ারদের সামনে আরো ভালো খেলায় জন্য পরামশ দেন প্রধান অতিথি জনাব মাসুদ রানা রুবেল, উঔ খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সন্মানিত রেফারী জনাব মোঃ ফকরিয়া সাহেব, উঔ খেলা উপভোগ করতে এলাকায় বিভিন্ন স্হান থেকে সকলেই ছুটে আসেন শাহবাজপুর নিয়াজ মোহাম্মদ খেলা মাঠে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট