নিজস্ব প্রতিবেদক
বরগুনায় জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ২
বরগুনায় নাশকতার মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) দুপুরে বরগুনা সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- বরগুনা সদর উপজেলার খেজুরতলা এলাকার বাসিন্দা ও জেলা জামায়াতের সেক্রেটারি এস এম আফজুলুর রহমান এবং বরগুনা পৌরসভার ক্রোক এলাকার বাসিন্দা ও পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি জহিরুল হক।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট