ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল, পাবনা)
(সুত্রঃ ও বন্ধু তুমি শুনতে কি পাও ও সাথী…
উৎসর্গঃ মানু-কে)
পূঁজোর ডালি সাজাতে বসে একাকী-
বিষন্ন মন উদাসী বেরসিক পবন ধারা,
উছলে পড়ে হৃদয়ে সুর বীণার ঝংকার-
আমি গেয়ে উঠি গুন-গুন আত্মহারা…
আমার এ কাব্য সংগীত মুল্যায়নে-
পৌছেছে হৃদয়ের ছোট্ট কুটিরে,
তুমি করেছো রপ্ত কাব্য বাণী সুর-
একেছো কত ছবি হৃদয় মন্দিরে…
মন উতলায় গেয়ে যাও অবধি ক্ষন-
কাব্য সুর যা বেধেছি ভালোবাসায়,
তুমি করো তালাশ করতে প্রেমালিঙ্গনে-
আমি খুঁজে ছুটি তোমার আশায় !
কথা হয় মুখোমুখি জীবনের সংঘাতে-
জীবন ছুটে যায় স্মৃতির পাতায়,
আসে ত্যাগের বারতা বারংবার চাহনিতে-
করে হিসাব-নিকাশ শুধু জীবনের খাতায় !
মহত্বের উদাসীনতায় নিজের সর্বস্ব দানে-
ছুটি সকাল-সন্ধ্যা সারাক্ষন ক্ষমা পেতে,
তুমি করোনি ওজন কভুও জীবনে-
কাব্য সুরেই রবে জীবন মাটির পৃথিবীতে……
(রচনাকালঃ মাসুদ সরদার হাউজ,
রাত-০৯:৪৫__১০:০০,মুদ্রিত
“চাই যে তোমারি হতে”
পৃষ্ঠা নং ১৬)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট