ফাতিমা কানিজ
“”””””””””””””””””””””””” 🌿
ছিপছিপে গলি,ল্যাম্পপোস্টের বর্নহীন
আলোর সাথে অন্ধকারের বোঝাপড়া ।
সীমাহীন মহাশূন্য
বেড়ে চলে মনের সাথে মনের টানাপোড়েন
জানালায় আটকে থাকা বিপন্ন সময়
তবুও দিন চলে যায়।
দায়বদ্ধতার চৌকাঠ পেরোয় ভোরের সকাল
মাতাল চায়ের সুঘ্রাণ, দেয়ালঘড়ির টুংটাং
বিষাদের আঙিনা জুড়ে
ঝরা পালকের ছায়াটুকুও নেই
হিংসুটে রোদ পোড়ায় না আর
ভারী পর্দায় শুধু ঝুলে আছে স্পর্শপ্রেম।
নীল প্রজাপতি উড়ে বেড়ায় দ্বিধাহীন
খসে পড়া পাঁজরের সুরম্য পথে
মৃত চোখে জাগে সবুজ ঘাস
প্রকৃতির প্রতিশোধের উপমায়।
যতটুকু দেখেছি,,
তুমি ছায়াহীন সন্ধ্যাতারা,নক্ষত্রের নিষ্প্রাণ ছাই
তোমার সবটা জুড়ে
রুচির বড্ড বেশি আকাল।
এরচেয়ে আমৃত্যু নিঃসঙ্গ থাকা ভালো
পলাতক সম্পর্কের মৃত্যুতে।
(ভাগলপুর,বাজিতপুর,কিশোরগঞ্জ)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট