কামরুন্নাহার বর্ষা:
মাঝে মাঝে মিথ্যে মায়া জালে হারিয়ে যাই!
ভুলে যাই ক্ষণিকের কিছু নির্মম মুহূর্তকে
ভুলে যাই ওরা কেউ আমাদের নয়
যারা পাশে থাকে
যারা নিশ্চিহ্ন করে রাখে আমাদের পদচরণ
ভুলে যাই এক নিমিষেই আমি আমরা কেউ কারো নই
অথচ তবুও একি সাথে পথ চলতে হয় আমাদের।
মাঝ পথে হঠাৎ ধাক্কা খেয়েও আর ফেরা যায় না
নিজ গন্তব্যে,
ফেরা যায় না ফেরারী মন
ফেরা যায় না আমাদের অতীত!
কিন্তু অনুভূতি জুড়ে শূন্যতারা বিশাল জায়গা করে নেয়
সেখানে আপনি কেবল আপনাকেই পাবেন
আপনার ছায়া আপনার সাথে কথা বলবে
আপনার মায়া গুলো তেতো হয়ে যাবে আপনার কাছেই !
আপনার কাছে বিষন্ন হয়ে উঠবে পৃথিবীর বুকে
নিঃশ্বাস নেয়াটা
তবুও নিতেই হয় ।
অথচ চাইলেই নিজেকে বদলানো যায়
ছায়ার অনুরূপ চলা যায়
শুধু সময়ের সাথে সাথে কঠিন হয়ে যেতে হয়।
(লাঙ্গলকোর্ট, কুমিল্লা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট