নিজস্ব সংবাদদাতাঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের হালিমপুর(হিড়িন্দা)বাজার চত্বরে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিস পিস বাংলা, পাবনা জেলা শাখার উদ্যোগে রবিবার (৩০ জুলাই ২০২৩ইং) সকালঃ ১১:০০ঘটিকায় কৃঞ্চচূড়ার চারা রোপন করেন সংগঠনের নির্বাহী সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ।
পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি রক্ষায় গ্রিনপিস বাংলা সদা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে সংগঠনের সভাপতি বলেন।
বৈশ্বিক পরিবেশ নিয়ে কাজ করা এ অরাজনৈতিক সংগঠনটি ইতি মধ্যে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক ভাবে পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি রক্ষায় কাজ করে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা খুঁজে তুলে ধরতে তৎপর।
পরিবেশ রক্ষায় সবুজায়ন, বৃক্ষ রোপনের বিকল্প নেই। এখন বৃক্ষ রোপনে মোক্ষম সময় ও মৌসুম,
তাই বেশি-বেশি বৃক্ষ রোপন করতে হবে বলে তিনি তাগিদ দেন।
গ্রিনপিস বাংলা পর্যায় ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহন করতে আগ্রহী।
পরিবেশ রক্ষা করে পৃথিবীকে নিজেদের বাস যোগ্য করে রক্ষা করতে হবে বলে প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ উপস্থিত সকলের প্রতি সচেনতা বৃদ্ধির জোর তাগিদ দেন।
তিনি উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন,বৃক্ষ মানুষের পরম বন্ধু! বৃক্ষের প্রতি সকলের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরোও বলেন,
বৃক্ষ ও মানুষের এই পরম বন্ধুত্বকে টিকিয়ে রাখতে হবে,
বৃক্ষের জন্যেই আমরা শ্বাস নিয়ে বেঁচে আছি!
আরো বলেন আপনারা বাড়ীর আশে-পাশে অনাবাদী পতিত ভিটে, পরিত্যক্ত জায়গায় অন্তত দুটি যপলে কোন চারা রোপন করলে সবুজ আভায় পরিবেশ কে মানাবে এবং মুক্ত অক্সিজেন পাবেন তা ছাড়া ফল ফলাদীও পাবেন।
আপনারা বাড়ীর আঙ্গিনায় ঔষুধি গাছের চারা রোপন করুন, দেখবেন বাড়ীতে অসুখ-বিসুখ কম হবে।
এছাড়াও বৃক্ষ যখন বড় হবে বাড়ীর আসবাব পত্রের চাহিদা পূরণে ব্যাবহার করতে পারবেন।
বৃক্ষ দূর্দিনেও মানুষের পরম বন্ধু, আপনারা আজকে একটি চারা রোপন করবেন।
কুড়ি বছর পরে অবলম্বন হয়ে আপনার হাত কে শক্তিশালী করবে।
প্রভাষক এসআএম মনিরুজ্জামান আকাশ বলেন,
আপনার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ গ্রহন করুন, দেখবেন বড় বিপত্তি বাঁধাও
সামনে থেকে উধাও হয়ে যাবে।
বৃক্ষ রোপনের সময় প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর প্রয়াত পিতা কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীদের একাংশ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট