শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বলেশ্বর রিভারভিউ পর্যটন স্পট এর উদ্বোধন
শরণখোলায় বলেশ্বর রিভারভিউ পর্যটন স্পট এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন মহোদয় ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।
মাননীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত অর্থে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃনুর- ই আলম সিদ্দিকী মহোদয়ের পরিকল্পনায় এবং শরণখোলা প্রেসক্লাবের সহযোগিতায় রিভারভিউ পর্যটন স্পটটি বাস্তবায়ন করে শরণখোলা উপজেলা প্রশাসন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) জনাব রুহুল কুদ্দুস, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাবুল দাস, সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পি, সাংবাদিক মাসুদ মীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, সহ-সভাপতি ওয়াদুদ আকন, বিআরডিবির চেয়ারম্যান জিয়াউল হাসান তেনজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেন, শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা সিপিপি টিম লিডার মিন্টু ফকির, রায়েন্দা ইউনিয়নের ডেপুটি টিম লিডার ওহিদুজ্জামান ডালিম ও অন্যান্য ব্যক্তিবর্গ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট