যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপি,সমাবেশে পুলিশের লাঠিচার্জ
যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের লালদীঘিতে দলীয় কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন অভিযোগ করে বলেন, জনসভায় আসার পথে বিনা উসকানিতে লাঠিচার্জ ও সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে পুলিশের বাধা পেরিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন তারা। একপর্যায়ে দলীয় চত্বর ছাড়াও লালদীঘি চত্বরেও নেতাকর্মীরা ভিড় করেন।
বিকেলে জনসভায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে রয়েছি। এ সময়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
জনসভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সাবেরুল হক সাবু, টিএস আইযুব, আবুল হোসেন আজাদ, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।
অভিযোগের বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি কাউকে আটকও করা হয়নি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট