নোয়াখালী জেলার চাটখিল থানার পুলিশ গত ২৫ শে জুলাই সোমবার বিকাল ৫টার দিকে, চাটখিল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিনের দিক নির্দেশনায়,এসআই মোহাম্মদ ইকবাল হোসেন এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ৮নং নোয়াখলা ইউপি’র সাধুরখিল রুহুল আমিন এর পোলের গোড়া থেকে মোঃ আবুল কালাম আজাদ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ পিতা-মৃত সেরাজুল হক সাং-উত্তর চরমাটিন, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর, বর্তমান ঠিকানা-খিলপাড়া (পশ্চিম বাজার/পাঠান বাড়ী), থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। এই ব্যাপারে উক্ত আসামীর বিরুদ্ধে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে, মামলা নং-১৫। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত মাদক ব্যবসায়ী সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট