আবহাওয়া নিয়ে রাজ্যজুড়ে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।
আবহাওয়া নিয়ে রাজ্যজুড়ে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ক্রমশ স্থলভাগের কাছাকাছি আসছে অতি গভীর নিম্নচাপ রূপে। সন্ধ্যায় বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এটি পরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে বল
নিম্নচাপটি পরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া রিপোর্ট।
এর জেরে প্রবল বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। দু এক পশলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নদ
আলিপুর জানিয়েছে, ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ঝাড়খন্ড লাগোয়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ এগিয়ে গেলে বৃষ্টির প্রভাব কমবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার ক্রমশ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের সব জেলাতেই বৃহস্পতি শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
আগামী ২৪ ঘণ্টায় দিঘা, মন্দারমণি-সহ সমুদ্র সৈকতে বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। ফেরি সার্ভিস বন্ধ রাখতে পরামর্শ আবহাওয়া দফতরের।
উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে
মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে দ্বারভাঙা দেওঘর ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গে আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ প্রায় ১৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
আগামী দু-তিন দিনে তাপমাত্রা কমবে, ৪ ডিগ্রি পর্যন্ত। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায়। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা না কলকাতা জেলাতে ও। এছাড়াও হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ফলে কলকাতা ও সুন্দরবনের বেশ কিছু এলাকায় নিচু এলাকায় প্লাবিত হতে পারে। বেশকিছু নদীর জল বাড়তে পারে। ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমতে পারে।
কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি হয়েছে দফায় দফায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। কলকাতাতেও বৃষ্টি কমবে বৃহস্পতিবার থেকে
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতা
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ১১.৩ মিলিমিটার
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট