আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গাইবান্ধার সাদুল্লাপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ, ও থ্যালাসেমিয়া রোগিদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
৩আগষ্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার ২৬ জন রোগীর মাঝে প্রতিজনকে ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তার এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ২৬জনকে মোট ১৩লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (সাদুল্লাপুর উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মো: কামরুল হাসান এর সভাপতিত্বে
এবং উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর-পলাশবাড়ি আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল সরকার, উপজেলা সহ: ভূমি কমিশনার মো: আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো: মতিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সাদুল্লাপুর থানার তদন্ত কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট