আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার
সাদুল্লাপুরে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ব্রি-৭৫ ধানের চারা রোপনের উদ্বোধন
গাইবান্ধার সাদুল্লাপুর কৃষি অফিসের উদ্যোগে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ব্রি-৭৫ ধানের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩রা আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টার সময় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে (৫০একর) ব্লক প্রদর্শনীতে ব্রি-৭৫ ধানের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী গাইবান্ধার উপ-পরিচালক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুব আলম বসুনিয়া, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজমুল হাসান সুমন প্রমূখ।
এছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট